হজরত নূহ আঃ ছিলেন আল্লাহর প্রেরিত একজন নবী ।তিনি অন্যন্য নবীদের মতোই আল্লহর দীন ইসলাম প্রতিষ্টার জন্যে প্রেরিত হয়েছিল।তিনি মানুষকে এক আল্লাহর ইবাদাত করার জন্যে উৎসাহিত করতে লাগল।তিনি দীর্ঘ 950 বছর মানুষকে এক আল্লাহর পথে আসার দাওয়াত দিয়েছিলেন কিন্তু খুব কম সংখক মানে গরীব অল্প লোক তার ডাকে সাড়া দিয়েছিল।আশ্চর্যের কথা হল তার এক সন্তান ও স্ত্রী ছিল কাফের।তারা নবী নূহ আঃ এর বাণী গ্রহন করলেন না ।তিনি যখন মানুষকে আল্লাহর পথে নিতে ব্যর্থ হলেন তখন তিনি আল্লাহর কাছে এদের ধ্বংস পার্থনা করলেন ।এবং আল্লাহ তা কবুল করলেন তিনি নবীকে বললেন একটা বিরাট নৌকা বানাতে ।তিনি শহরের বাহিরে আল্লাহর হুকুমে একটি বিরাট নৌকা তৈরি করলেন।আল্লাহ বললেন যখন তুমার ঘরের চুলার উপরে বৃষ্টির পানি পড়া শুরু করবে এবং যখন দেখবে পানিতে চুলা ভর্তিহয়ে গিয়েছে তখনই বুঝবে দুনিয়া ধ্বংসের সময় এসে গিয়েছে মানে আল্লাহ দুনিয়াকে বন্যা দ্বারা ধ্বংস করবেন।আল্লাহ নবীকে হুকুম দিলেন লোকদেরকে জানিয়ে দিতে যে যারা এই নৌকায় আশ্রয় নিবে তারা ব্যথিত সকলকে আল্লাহ ধ্বংস করে দিবে।আল্লাহ নবীকে আরো বলেন তিনি যেন সকল ইমানদার দেরকে এবং এক জোরা করে সকল প্রানীকে নৌকায় উঠাতে তিনা তা