ভাই,একান্ত বার্তা চালু করতে চাইলে আপনাকে ইমেইল যাচাই করতে হবে।আপনি প্রথমে সঠিক ইমেইল ঠিকানা দিন।তারপর ইডিট প্রফাইল এ গিয়ে ইমেইল ঠিকানা যাচাই করুন এ ক্লিক করুন।আপনার ইমেইলে একটি কোড পাঠানো হবে।আপনি আপনার ইমেইলে প্রবেশ করুন।তারপর লিংকটিতে ক্লিক করুন।যাচাই হয়ে যাবে।আর যাচাই হওয়ার পর আপনি একান্ত বার্তা চালু করতে পারবেন।