টেনডন এর তন্তুগুলো গুচ্ছাকারে ও পরস্পর সমান্তরালভাবে বিন্যাস্ত থাকে।অনেকগুলো তন্তু একত্রে আঁটি বা বান্ডেল তৈরি করে।এ আঁটিগুলো একত্রে দলবদ্ধ হয়ে তৈরি করে আঁটিগুচ্ছ যা তন্তুময় টিস্যুগুচ্ছ যা অ্যারিওলার টিস্যু দ্বারা বেষ্টিত হয়ে বড় আঁটিতে পরিণত হয়,একে পেরিটেন্ডিয়াম বলে।