অস্টিওপোরেসিস ক্যালসিয়ামের অভাবজনিত একটি অস্থিরোগ।এ রোগে অস্থি ভঙ্গুর হয়ে যায়,পুরুত্ব কমতে থাকে এবং পেশির শক্তি কমতে থাকে।এছাড়া পিঠের পেছন দিকে ব্যাথা অনুভূত হয়।দীর্ঘদিন স্টেরয়েড জাতীয় জাতীয় ঔষুধ সেবন করলে এবং মহিলাদের মেনপজ হওয়ার পর এরোগের সম্ভাবনা অনেক বেড়ে যাই।