যে অস্থিসন্ধি ক্যাপসুল বা অস্থাসন্ধি আবরণী এবং সাইনোভিয়াল রস নামক একধরনের তৈলাক্ত পদার্থ নিয়ে গঠিত হয় তাই হলো সাইনোভিয়াল অস্থিসন্ধি।এ অস্থিসন্ধিতে সাইনোভিয়াল রস ও তরুণাস্থি থাকায় অস্থিতে অস্থাতে ঘর্ষণ ও ক্ষয় প্রতিরোধ করে এবং অস্থিসন্ধির নড়াচড়া করতে কম শক্তি ব্যায় হয়।