ইসলামের দৃষ্টিতে জিহাদ তিন প্রকার। যথাঃ১.স্বীয় নফসের (প্রবৃত্তির) সাথে জিহাদ করা।এটিই প্রকৃত ও সবচেয়ে বড় জিহাদ। ২.জ্ঞানের সাহায্যে জিহাদ করা।এরুপ জিহাদকে পবিত্র কুরআনে জিহাদে কাবির বলা হয়েছে। ৩.ইসলামের শত্রুদের বিরুদ্ধে জিহাদ করা।এটি জিহাদের সর্বোচ্চ স্তর।ধর্মদ্রোহীরা ইসলামের বিরুদ্ধে আঘাত করলে তার বিরুদ্ধে এই জিহাদ করতে হয়।