ইমান বলতে ইসলামি শরিয়তের যাবতীয় বিধি-বিধানের ওপর বিশ্বাস স্থাপন করে স্বীকৃতি দেওয়া এবং তা কাজে বাস্তবায়ন করাকে বোঝায়। ইমান শব্দটি আমনুন মূল ধাতু থেকে নির্গত,যার অর্থ বিশ্বাস বা আস্থা স্থাপন করা,স্বীকৃতি দেওয়া,নির্ভর করা,মেনে নেওয়া ইত্যাদি।ইসলামি পরিভাষায় শরিয়তের যাবতীয় বিধি-বিধান অন্তরে বিশ্বাস করা,এবং তদানুযায়ী আমল করাকে ইমান বলে।প্রকৃতপক্ষে ইসলামের মূল বিষয়গুলোর (আল্লাহ,নবি-রাসূল,আসমানি কিতাব,পরকাল প্রভৃতি) প্রতি বিশ্বাসকে ইমান বলা হয়।