ইমান ও ইসলামের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ ও অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান।ইমান মানুষের অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস,অনুরাগ ও তাঁর সন্তুষ্টি লাভের বাসনা সৃষ্টি করে।আর তাতে ইসলাম ইবাদত ও আনুগত্যের মাধ্যমে সজীব ও সতেজ হয়ে পরিপূর্ণ সৌন্দর্যে বিকাশিত হয়।ইসলাম হলো ইমানের বহিঃপ্রকাশ।অন্তরের ইমানি চেতনা ইসলামের মাধ্যমে প্রকাশ লাভ করে মানুষকে কল্যাণের পথে পরিচালিত করে।তাই বলা যায়,ইমান ও ইসলাম একটি অপরটির পরিপূরক।