পৃথিবীর সকল প্রকার জুলুমের মধ্যে শিরক সবচেয়ে বড় হওয়ার এটি ক্ষমার অযোগ্য অপরাধ। শিরকের মাধ্যমে মহান আল্লাহর সত্তা,অস্তাত্ব,গুণাবলি ও ক্ষমতার সাথে অন্য কাউকে অংশীদার করা হয়,যা অল্লাহর সাথে জুলুম করার শামিল।আল্লাহ তায়ালা বলেন, নিশ্চয়ই শিরক চরম জুলুম (সূরা লুকমান,আয়াত-১৩)।মহান আল্লাহই আমাদের স্রষ্টা ও প্রতিপালক।আমরা তাঁর নিয়ামত ভোগ করি।এরপরও কেউ যদি তাঁর সাথে কোনো মানুষ বা অন্য কোনো কিছুকে অংশীদার করে তবে তা আল্লাহ কিছুতেই ক্ষমা করবেন না।