খতমে নবুয়ত বলতে নবুয়তের সমাপ্তিকে বোঝায়। মানবজাতির হেদায়েতের জন্য আল্লাহ তায়ালা যুগে যুগে বহু নবী-রাসূল প্রেরণ করেছেন।এ ক্রমধারা শুরু হয়েছে হযরত আদম (আঃ)-এর মাধ্যমে এবং শেষ হয়েছে হযরত মুহাম্মদ (স)-এর মাধ্যমে।অর্থ্যাৎ সর্বশ্রেষ্ঠ নবি ও রাসুল হযরত মুহাম্মদ (স)-এর মাধ্যমে নবুয়ত ও রিসালাতের দায়িত্ব বন্ধ হয়েছে।নবুয়ত তথা নবি-রাসূল আগমনের এ ক্রমধারাটির পরিসমাপ্তিকেই খতমে নবুয়ত বলা হয়।