আখিরাতে বিশ্বাস করা অপরিহার্য। আখিরাত (পরকাল) ইমানের গুরুত্বপূর্ণ বিষয় হওয়ায় এতে বিশ্বাস স্থাপন করা অপরিহার্য। আখিরাতে বিশ্বাস ছাড়া কেউ প্রকৃত ইমানদার হতে পারেনা।তাছাড়া এটা মানুষকে পাপকাজ থেকে বিরত রাখে এবং পুণ্যকাজে উৎসাহ যোগায়।এ বিশ্বাস মানবজীবনকে কলুষমুক্ত,পবিত্র ও সুন্দর করে তোলে।ফলে পরকালীন জীবনে মুক্তিলাভ সম্ভব হয়।এসব কারণে আখিরাতে বিশ্বাস করা অপরিহার্য।