584 বার প্রদর্শিত
"প্রেম-ভালোবাসা" বিভাগে করেছেন Level 5
আমি ফেসবুকে কোনো মেয়ের সাথে কথা বলতে পারি না।কারণ কীভাবে যে শুরু করব তা বুজতে পারি না।ফেসবুকে কিভাবে কোনো মেয়ের সাথে প্রেম করতে বা কথা বলতে শুরু করব।

4 উত্তর

0 টি ভোট
করেছেন Level 4
প্রথমে বলবেন Hi.তারপর উত্তর আসবে Hi বা Hello.তারপর আপনি বলবেন কি করছেন।তারপর নাম জিজ্ঞাসা করবেন।তারপর বাড়ি,কাজ কী,ইত্যাদি জিজ্ঞাসা করতে পারেন।এইভাবে আপনি করতে করতে ধীরে ধীরে প্রেম করা শুরু করতে থাকবেন।একসময় দেখবেন আপনি একে ওপরকে ভালবেসে ফেলেছেন।
0 টি ভোট
করেছেন Level 6
প্রথমে সালাম দিয়ে কথা বলবেন।তারপর আস্তে আস্তে প্রশ্ন জিজ্ঞাসা করবেন।
0 টি ভোট
করেছেন Level 2
প্রথমে তাকে হাই বলবেন তারপর তার নাম ,বাড়ি ঠিকানা ,এবং ওর কী করে তা জেনে তার সাথে ভালো ভাবে কথা বলেতে পারেন।
0 টি ভোট
করেছেন Level 5
সবাই হ্যালো হাই এসব দিয়ে থাকে আপনি যেহেতু প্রেম করতে চান সেহেতু আপনাকে অন্যরকম কিছু করতে হবে যেমন Hi এর পরিবর্তে Hey অথবা আমি তো আপনাকে চিনিনা তো আপনার নাম কী , কী করছেন , কোথায় থাকেন এবং তার প্রতি খেয়াল রাখুন তিনি কী খেয়েছেন ।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

3 টি উত্তর
4 টি উত্তর
1 উত্তর
02 অক্টোবর 2020 "অন্যান্য" বিভাগে জিজ্ঞাসা করেছেন a md ahad Level 1
নির্বিক এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারবেন এবং পাশাপাশি অন্য কারো প্রশ্নের উত্তর জানা থাকলে তাদের উত্তর দিয়ে সহযোগিতা করতে পারবেন।
...