গিবতের কুফল,গিবত করাকে আল-কুরআনে নিজ মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে। গিবত খুব অপছন্দনীয় কাজ। গিবতের পরিণাম সমপর্কে মহানবী বলেছেন, গিবত ব্যভিচারের চাইতেও মারাত্মক এছাড়া আরো বলেছেন কোনো ব্যক্তি ব্যভিচার করার পর তওবা করলে আল্লাহ তায়ালা তাকে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু গিবতকারীকে ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করবেননা, যতক্ষণ না যার গিবত করা হয়েছে সে ব্যক্তি মাফ করবে।