সৃষ্টি রহস্য বলতে গেলে এখানে দুইধরনের উত্তর আসবে।বৈজ্ঞানিক দৃষ্টি এবং ইসলামিক দৃষ্টিতে ।
ইসলাম দৃষ্টিঃ
ইসলামিক দৃষ্টিতে আল্লাহ আদম হাওয়া সৃষ্টি করেছেন।এবং ক্রমান্ধয়ে বংশ বিস্তারের মাধ্যমে মানবজাতি এই পর্যন্ত এসেছে।বেহেস্তে আদম আল্লাহর নির্দেশনা অমান্য করলে আদমকে বেহেশত থেকে বের করে দেওয়া হয় এবং পৃথিবীতে নামিয়ে দেওয়া হয়।
বৈজ্ঞানিক দৃষ্টিঃ
বৈজ্ঞানিক দৃষ্টিতে এক কোষী প্রাণী থেকে কোটি কোটি বছর বিবর্তনের ফলে আজকের মানব জাতি এই পর্যন্ত এসেছে এবং পৃথিবীর প্রথম প্রাণ সৃষ্টি হয়েছিল পানিতে।বৈজ্ঞানিকদের মতে পৃথিবীর সকল প্রান একই সূত্রে গাথা। অর্থাৎ পৃথিবীর প্রথম প্রান থেকে বিবর্তনের মাধ্যমে আজকের এই পৃথিবীতে এই লক্ষ্য লক্ষ্য প্রানী সৃষ্টি হয়েছে।মানুষের বিবর্তনের টাইমলাইনটা নিচের এই ইউটিউব ভিডিওটা দেখে বুঝতে পারবেন।