যেসব যন্ত্র স্ক্রু,নাট ইত্যাদি নীতির ওপর ভিত্তি করে তৈরি সে সব যন্ত্রে এই ত্রুটি দেখা যায়।নতুন অবস্থায় এই ত্রুটি একেবারে নেই বললে চলে।কিন্তু ক্রমাগত ব্যাবহারের ফলে স্ক্রু ক্ষয় হয়ে আলগা হয়ে পড়ে ফলে স্ক্রুকে উভয় দিকে একই পরিমাণ ঘুরালে রৈখিক সরণ সমান হয় না।একে পিছট বা ব্যাকলাশ ত্রুটি বলে।