প্রকৃতিক খাদ্যের পাশাপাশি মাছের দ্রুত বৃদ্ধির জন্য যে অতিরিক্ত খাদ্য দেওয়া হয় তাকে সম্পূরক খাদ্য বলে।আঁশ জাতীয় এবং দানাদার খাদ্য থেকে সবসময় সম্পুর্ন পুষ্টি পাওয়া সম্ভব হয় না। তাই সম্পূরক খাদ্যের বিশেষ প্রয়োজন রয়েছে। অনেকগুলো সম্পূরক খাদ্য রয়েছে। যেমনঃ ফিসমিল, খৈল,ভুষি,লবন ইত্যাদি।