বাংলাদেশের বেকারত্ব হার বৃদ্ধির অন্যতম প্রধান কারণ হলো কৃষিনির্ভরতা। এছাড়া আরও বেকারত্ব বৃদ্ধির কারণগুলো হলো:জনসংখ্যা বৃদ্ধি,ত্রুটিপূর্ণ শিক্ষা,রাজনৈতিক অস্থিতিশীলতা মূলধনের অভাব,কারিগরের অভাব,চাকরি নিয়োগ অধ্যাদেশ,অনুন্নত কৃষি ব্যাবস্থা,কুটির শিল্পের অভাব,মানসিক হীনম্মন্যতা,প্রাকৃতিক দুর্যোগ,নদীর নাব্যতা কমে যাওয়া।এ কারণ গুলোর ফলেই বাংলাদেশের বেকারত্ব হার বাড়ে।