সাধারণত যে সকল ফসল সরাসরি বিক্রয়ের উদ্দেশ্যে চাষ করা হয় তাকে অর্থকারী ফসল বলে। আমাদের দেশের অর্থকারী ফসলগুলো হচ্ছে:ধান,গম,পাট,চা,আখ,আলু,রেশম,রাবার,তুলা ইত্যাদি। আথ্যাৎ এগুলো চাষ করলে তুলানামূলক বেশি লাভবান হওয়া যায়।উক্ত ফসল গুলোর মধ্যে প্রধান অর্থ কারি ফসল হচ্ছে পাট এবং দ্বিতীয় প্রধান অর্থকারী ফসল হচ্ছে চা। তথ্যসূত্র:তৃতীয় শ্রেনির সাধারন জ্ঞান বই(মাদ্রাসা) ।