রাজনীতি বলতে বলা হয় সেই সব নিতীকে যেসব নিতী অনুসরনের মাধ্যমে একটি জাতি বা একটি রাষ্ট্র পরিচালিত হয়ে থাকে অথ্যাৎ রাজনীতি হলো এমন একটি প্রকৃয়া যার মাধ্যমে কিছু সংখ্যক ব্যাক্তির সমন্বয়ে গঠিত একটি দল পরমর্শের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহন করে।সাধারন ভাবে সরকার পরিচালনা করাকেই রাজনীতি বলা হয়।