ebl aqua mastercard
আমি কিছুদিন আগেই এই কার্ডটি করিয়েছি।যারা বিদেশি কোনো সাইট থেকে অনলাইনে কোনো সার্ভিস কিংবা প্রোডাক্ট কিনতে চান তাদের জন্য এই কার্ডটি খুব ভালো।
কি কি লাগবে?
১) আপনার ন্যাশনাল আইডি কার্ড।
২) যদি ডুয়েল কারেন্সি নিতে চান তাহলে অবশ্যই পাসপোর্ট থাকা লাগবে।ডুয়েল কারেন্সি না নিলে ডলারে কোনো কিছু কিনতে পারবেন না।
৩)৫৭৫ টাকা (৩ বছরের জন্য)
কোথায় যেতে হবে?
আপনার নিকটস্থ ইবিএল ব্যাংকে চলে যান।এরপর ওনারা আপনাকে কিছু ফরম দিবে।আর ওনাদেরকে অবশ্যই বলে দিবেন যে আমি ডুয়েল কারেন্সি নিবো এবং অনলাইনে কেনাকাটা করবো।তাহলে আপনাকে আরো একটা ফর্ম দিবে।সবকিছু পূরন করে টাকা জমা দিলে আপনাকে ওনারা কার্ড দিয়ে দিবে।তবে কার্ড একটিব হতে ৪৮ ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে।
ডলার এনডোর্সমেন্টঃ
এইখানেই কাজ শেষ নয়। কার্ড একটিভ হওয়ার পর আপনি একটি এসএমএস পাবেন, এরপর আপনাকে আবার ব্যাংকে যেতে হবে পাসপোর্ট নিয়ে।এরপর ওনারা আপনার পাসপোর্টে ডলার এনডোর্স করিয়ে দিবে।এরপর একটিভ হতে আরো কিছু সময় লাগতে পারে।
কাজ শেষ।এবার ডলার লোড করবেন আর ইচ্ছামত খরচ করবেন।