উত্তর: পৃথিবী যেভাবে তৈরি হয়েছে তা বৈজ্ঞানিক ব্যাখা দেওয়া হল: বিভিন্ন সমাজে পৃথিবী ও মহাবিশ্বের উৎপত্তি বিষয়ে বিভিন্ন তত্ত্ব ও কাহিনী প্রচলিত রয়েছে । যেমন চীন দেশের রুপকথায় বলা হয় যে, একটি বিশাল ডিম থেকে প্রথমে একটি দৈত্য জম্ম নেয় । সেই দৈত্যের অঙ্গ-প্রতঙ্গ থেকে এই মহাবিশ্বের সবকিছু জম্ম । কিন্তু বিজ্ঞানীরা বিভিন্ন তথ্য প্রমাণ ব্যবহার করে পৃথিবী ও মহাবিশ্বের উৎপত্তি সম্পর্কে ধারণা দিয়েছেন । বিজ্ঞানীরা ধারণা করেন, কোটি কোটি বছর আগে ছোট অথচ ভীষণ ভারি ও গরম একটা বস্তুপিণ্ড বিস্ফোরিত হয়ে হয়ে সকল দিকে ছড়িয়ে পড়তে শুরু করে । এই বিস্ফোরণকে বলা হয় মহাবিস্ফোরণ । মহাবিস্ফোরণের পর অতি ক্ষুদ্র পদার্থ কণা প্রথমে ছোট ছোট কণায় পরিণত হয় । তারপর ছোট ছোট কণাগুলো কিছুটা ঠান্ডা ও একতিত্র হয়ে জ্যোতিষ্কে পরিণত হয় । আর এভাবেই পৃথিবী এবং অন্যান্য গ্রহ ও নক্ষত্র তৈরি হয় ।