গনিতে ভালো করতে হলে আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে,আর সবচেয়ে বড় কথা হচ্ছে গনিত এমন একটি বিষয় যেটি না বুঝে করার বিকল্প নেই।গনিতের প্রত্যেকটি সূত্রের প্রতিপাদন ভালো করে বুঝে নিতে হবে।সূত্র গুলো ডাইরেক্ট মুখস্থ না করে আগে বুঝতে হবে সূত্রগুলো কিভাবে এসেছে।তারপর নিয়মিত সমস্যার সমাধান করে যেতে হবে এবং প্রচুর প্র্যাকটিস করতে হবে।ইউটিউবে চমক হাসানের অনেক ভিডিও রয়েছে গনিতের উপর সেগুলো দেখতে পারেন।