আমাদের শরীরে প্রতিবার DNAপ্রতিরূপ সৃষ্টি হবার সময় টেলোমিয়ারের দৈর্ঘ্য একটু একটু করে কমতে থাকে। যার ফলে অপত্য DNA আর মাতৃ ডিএনএ'র মাঝে কিছুটা পার্থক্য থেকে যায় এবং এই অপত্য DNA হয় একটি ত্রুটিপূর্ণ DNA। এই ত্রুটিপূর্ণ DNA এর কার্যকারিতা মাতৃ DNA চেয়ে কম হয়। এভাবে প্রতিবার প্রতিরূপ সৃষ্টি হওয়ার সময় একটু একটু করে DNA এর কর্যক্ষমতা কমতে থাকে, সেই সাথে দূর্বল হয়ে যেতে থাকে কোষও। এভাবেই একটা সময় আমরা মারা যাই।