পড়ালেখা বিষয়টা অনেকটা মনোবলের বিষয়। সবাই বই খাতা নিয়ে স্কুল , কলেজ ,কোচিং কিংবা প্রাইভেটে দৌড়াদৌড়ি করতে পারে ।কিন্তু সবাই পড়ালেখার স্বাদ অন্বেশণ করতে পারে না।যার ফলে পড়ালেখা করতে মনে চায় না ।তবে জীবন কে সুন্দর ভাবে সাজাতে হলে পড়াশোনার কোন বিকল্প নেই ।পড়ালেখা করার পিছনে অনিহা থাকার কিছু কারন আছে যেমন পরিবারে শিক্ষিত সচেতন অভিবাবক না থাকা , সন্তানদেরকে পড়ালেখার প্রতি বিভিন্ন কৌশলে অনুপ্রানীত না করানো , নিজের কাছে পড়াশোনার প্রতি আগ্রহ না থাকা । ভালো ছাত্রদের কাছাকাছি না থাকা , একটা ভালো বিদ্যালয়ে ভর্তি না হওয়া ইত্যাদি ইত্যাদি।আসল কথা হল আল্লাহ তায়ালা কাউকেই মেধার দিকে কমতি করেনি কিন্তু কথা হল এটাকে কেও ব্যায় করে শয়তানির কাজে আর কেও ব্যায় করে সঠিক লাইনে ।আল্লাহ তায়ালা বলেছেন জ্ঞান অর্জন করা ফরয।আপনি যদি পাগল না হয়ে থাকেন তাহলে জ্ঞান অর্জন করতেই হবে। আর পড়াশোনা শুধু একটা বড় মাপের চাকরির উদ্দেশ্যে করা যাবে না।আপনার নৈতিকতা এবং মূল্যবোধ আচার আচরন সব দিক থেকেই আপনাকে আদর্শ হতে হবে । পড়াশোনা করতে মন চায় না কি করলে পড়াশোনা করতে ভালো লাগবে এর সমাধান আপনি নিজেই নিতে পারেন। আপনি সেটা বলতে পারেন যে পড়াশোনা না করেও তো