জেনে নিন ঘরোয়া উপায়ে ব্রণের দাগ দূর করার কিছু উপায় ।
নারিকেল তেল
নারিকেল তেল সরাসরি ত্বকের
দাগযুক্ত স্থানে লাগিয়ে ৫-১০
মিনিট সময় নিয়ে ম্যাসাজ করতে হবে। ম্যাসাজ করার পড়ে অন্তত এক ঘন্টার জন্য
ত্বকে তেল রেখে দিয়ে এরপর কুসুম গরম পানি দিয়ে মুখ
ধুয়ে ফেলতে হবে।
লেবু
সমপরিমাণ লেবুর রস ও মধু একসাথে ভালোভাবে মেশাতে হবে। তুলার বলের সাহায্যে ত্বকের দাগযুক্ত স্থানে লাগিয়ে ১৫-২০ মিনিট সময়ের জন্য
রেখে দিতে হবে। এরপর পানি দিয়ে মুখ ধুয়ে খুব আলতোভাবে মুখ মুছে নিতে হবে।
প্রতিদিন এইভাবে লেবু ব্যবহার করতে হবে।
অ্যালোভেরা
অ্যালোভেরার পাতা মাঝ বরাবর কেটে ভেতরের জেল চামচের সাহায্যে ছেঁচে নিতে হবে। এরপর সেই জেল সরাসরি মুখের ত্বকের আক্রান্ত স্থানে লাগিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করতে হবে। ম্যাসাজ শেষে ৩০ মিনিট সময়ের জন্য
মুখে অ্যালোভেরা জেল রেখে দিতে হবে, এরপর পানি দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে।
প্রতিদিন দুইবার এই পদ্ধতিতে
অ্যালোভেরা ব্যবহার করতে হবে।