মানুষের শরীরের ত্বক হলো একটি বৃহত্তম অঙ্গ। এবং পরিবেশের সঙ্গে সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক ত্বকের। আবহাওয়ার পরিবর্তন, জলবায়ুর পরিবর্তন, পরিবেশের পরিবর্তনের সঙ্গে এই ত্বক খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত। এখন শীতকালে যেটা হয়, এ সময় আমাদের দেশের আবহাওয়াটা শুষ্ক থাকে। আর্দ্রতা কম থাকে, পানির পরিমাণ কম থাকে। মূলত এগুলোর জন্যই শীতে ত্বকের কোমলতা হ্রাস পায় ।