585 বার প্রদর্শিত
"অভিযোগ ও অনুরোধ" বিভাগে করেছেন Level 7
এর আগে পয়েন্টতালিকা হোমপেজের নিচে ছিলো তখন দেখা যেতো। আবার যদি আগের মতো হোমপেজের একদম নিচে বা পয়েন্ট তালিকার আলাদা একটা অপশন দেওয়া হতো তাহলে মনে হয় ভালো হতো। এডমিন স্যার আপনার দৃষ্টি আকর্ষণ করছি।

2 উত্তর

+1 টি ভোট
করেছেন Level 6
 
সর্বোত্তম উত্তর
আপনি#৮ ডায়াল করে অপেরা মিনিতে গিয়ে mobile view এ টিক দিন।তারপর ওকে করুন।দেখবেন সমস্যার সমাধান হবে।
+2 টি ভোট
করেছেন Level 6
আপনার স্কিনের একদম নিচে ও ডান দিকের কোণে দেখুন < এমন একটি চিহ্ন আছে। ওখানে ক্লিক করেন।  আমারও Opera mini। 
করেছেন Level 7
আসেনা ভাইয়া। আমার বাটন ফোন।
করেছেন Level 6
ভাই, আমার বাটন ফোন নাই। তাই আমি এটা জানি না। তবে Android ফোন দিয়ে চেস্টা করেন। আমার তো ওই ফিচারটি আসে, আশা করি আপনার ও আসবে। 
করেছেন Level 6
সম্ভবত বাটন ফোনে এই ফিচারটি সাপোর্ট করে না  । 
করেছেন Level 6
"ডাটা সেভিং মোড " অফ করে চেস্টা করতে পারেন। কারণ  ডাটা সেভিং মোড অনেক ফিচারকে বন্ধ করে দেয়।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

1 উত্তর
1 উত্তর
22 নভেম্বর 2018 "অভিযোগ ও অনুরোধ" বিভাগে জিজ্ঞাসা করেছেন মোঃ আব্দুর রফিক Level 5
নির্বিক এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারবেন এবং পাশাপাশি অন্য কারো প্রশ্নের উত্তর জানা থাকলে তাদের উত্তর দিয়ে সহযোগিতা করতে পারবেন।
...