তড়িৎ বর্তনীতে অতিরিক্ত তড়িৎপ্রবাহ রোধ করার জন্য যে বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করা হয় তাকে ফিউজ বলে। ফিউজ একটি রক্ষাকারী ডিভাইস। যা একটি ইলেকট্রিক্যাল সার্কিটে নির্ধারিত মানের চেয়ে অধিক ইলেকট্রন প্রবাহিত হলে নিজে পুরে গিয়ে ইলেকট্রন প্রবাহের পথ বিচ্ছিন্ন করে দিয়ে সিস্টেমকে রক্ষা করে।অনাকাঙিক্ষত ইলেকট্রন প্রবাহ থেকে সার্কিটকে রক্ষা করতে ফিউজ ব্যবহার করা হয়।