ধাতু ও অধাতু মৌলের রাসায়নিক বিক্রিয়া সময়কালীন ধাতুর পরমাণুর বহিঃস্তর হতে এক বা একাধিক ইলেকট্রন সমুহ অধাতু পরমাণুর বহিঃস্তরে স্থানান্তারিত হওয়ার মাধ্যমে সৃষ্ট ক্যাটায়ন ও অ্যানায়নের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ দ্বারা যে বন্ধন সৃষ্টি হয় তাকে তড়িয়যোজী বন্ধন বলে।