নির্বিকে কোনো ডুপ্লিকেট প্রশ্ন বন্ধ করতে হলে, অবশ্যই নির্বিকের বিশেষ সদস্য হওয়া দরকার অথবা প্রশ্ন বন্ধ করার ক্ষমতা থাকতে হবে।। এবার নিয়ম আসিঃ কোনো বিশেষ সদস্য যখন কোনো প্রশ্ন ঢুকে, তখন তাকে অনেকগুলো পছন্দসমূহ দেখানো হয়। যেমনঃ 'রিপোর্ট,' উত্তর দিন,' মন্তব্য করুন,' বন্ধ'সম্পাদনা' । এগুলোর মধ্য থেকে বন্ধ লিংকে ক্লিক করতে হবে। তারপর আসবে একটি ফাঁকা জায়গা, যার উপরে লিখা থাকবে'প্রশ্নটি বন্ধ করার কারণঃ'। অর্থাৎ কি কারণে বন্ধ করবেন তা লিখতে হবে। যদি প্রশ্নটি ডুপ্লিকেট হয়, তবে ফাঁকা বক্সে বন্ধকৃত প্রশ্নের লিংক দিয়ে দিলেই হবে।