ভূগোল বা Geography, যেটি এসেছে গ্রীক শব্দ geographia, থেকে; যার শাব্দিক অর্থ: পৃথিবী সম্পর্কিত বর্ণনা বা আলোচনা। ভূগোল হচ্ছে বিজ্ঞানের সেই শাখা যেখানে পৃথিবীর ভূমি, এর গঠন বিন্যাস, এর অধিবাসী সম্পর্কিত সমস্ত প্রপঞ্চ সংক্রান্ত বিষয়াদি আলোচিত হয়।
তথ্যসূত্র: উইকিপিডিয়া