কোন অনুভূতির বহিঃপ্রকাশ এর একটি ধরন হলো কান্না।।। মানুষ সুখে কাঁদে,কষ্টে কাঁদে,,, ব্যথা অএলে কাঁদে আবার অতিরিক্ত হাসতে হাসতেও কাঁদে।।। ব্যাপারটা নির্ভর করে অনেকটা তার মানসিক স্বাস্থ্য ও শক্তিমত্তার উপর।।।যে বেশি পরিণত সে সহজে কাঁদে না,,, আবার যে সাইকোজিক্যালি দুর্বল সে যে কোন বিষয়ে অল্পতেই কেঁদে ফেলে