আয়তন হল কোনো বস্তুর তিনটি মাত্রা দ্বারা সীমাবদ্ধ স্থানের একটি পরিমাপ। যেমন: কোনো তরল, গ্যাসীয়, কঠিন, প্লাজমা অথবা কোনো আকৃতি দ্বারা সীমাবদ্ধ বা অধিকৃত স্থানহলো এর আয়তন। এই পরিমাণটি একটি সংখ্যা দ্বারা নির্দেশিত হয় যার এসআই একক হল ঘনমিটার। যেকোনো ত্রিমাত্রিক জ্যামিতিক আকৃতিরই আয়তন আছে।