হিন্দিও আমাদের বাংলা ভাষার মতো একটা ভাষা। বাংলা ভাষা শুদ্ধভাবে শিখতে গেলে যেমন বর্ণমালা শিখতে হয়, হিন্দি ভাষা শিখতে গেলেও তেমন বর্ণমালা শিখতে হয়। তার পর শব্দ, পরে বাক্য, এভাবে ক্রমে ক্রমে শিখতে হয়। আর এই বর্ণমালাসহ সবকিছু শেখার বই লাইব্রেরীতে পাওয়া যায়। তাছাড়া আমরা যেমন মায়ের কাছ থেকে বাংলা শিখি, আপনিও তেমন হিন্দি মুভি, সিরিয়াল দেখে কিছুটা আয়ত্ব করতে পারবেন, ধন্যবাদ!