(১) যমযম পানি পান করার নিয়ম :
১। নিয়ত করবে। অর্থাৎ যে উদ্দেশে যমযম পানি পান করবে তা মনে স্থির করে নিবে।
২। কেবলামুখী হয় পান করবে।
৩। তিন ঢোকে পান করবে।
৪। দাঁড়িয় পান করবে।
৫। প্রত্যেক ঢোক শেষে আল্লাহর প্রশংসা করবে।
৬। বিসমিল্লাহ বলে পান করবে।
৭। ডান হাতে পান করবে।
৮। পরিতৃপ্ত হয়ে পান করবে।
৯। পান করার সময় আল্লাহর কাছে বেশি বেশি দুআ করবে।
(২) হ্যাঁ, যমযমের পানি পান করার সময় দু আ করা যাবে।