মসজিদে প্রবেশ করিবার দোয়াঃ
বাংলায়: (আল্লা-হুম্মাফ তাহ্লী আবওয়াবা রাহ্মাতিকা।
মসজিদ হইত বাহির হইবার দোয়াঃ
বাংলায়: (আল্লা-হুম্মা ইন্নি আছআলুকা-মিন ফাদলিকা।
স্ত্রী সহবাসের দোয়াঃ
বাংলায়: (বিছমিল্লা-হি আল্লা-হুম্মা জান্নিব-নাশ শাইত্বানা ওয়া জান্নিবিশ শাইত্বানা মা রাজাকতানা। )
ঘুম হইতে জাগিবা মাত্রই পড়িবে:
বাংলায়: (আলহামদু লিল্লা-হিল্লাজী আহ্ইয়ানা বা’দা মা আমা তানা ওয়া-ইলাইহিন্নশুর।
পায়খানার প্রবেশ করিবার আগে এই দোয়া পড়িবেন:
বাংলায়: (আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল খুবুছে অ-ল্ খাবায়েছে।)
পায়খানা হইতে বাহির হইয়া পড়িবেন:
বাংলায়: (গোফ্রা- নাকা আলহামদু হিল্লাহিল্লাজি আযহাবা আন্নিল আযা অ আ-ফা- নী।)
অজু বিছমিল্লাহ বলিয়া শুরু করিয়া ভিতরে এই দোয়া পড়িবেন
বাংলায়: (আল্লাহুম্মাগাফিরলী যানবী অ-অ চ্ছেয়্, লী ফী দীরা অবা-রেকলী ফী রিজক্কী।
অজু শেষ করিয়া কালেমা শাহাদাতের পর এই দোয়া পড়িবে:
বাংলায়: (আল্লাহুম্মাজ আল্নী মিনাততাওয়া-বীনা অজ আল্নী মিনাল মোতাত্বহেরীন।
মেছওয়াক/ দাঁত পরিস্কারের দোয়া
বাংলায়: আল্লাহুম্মা বা- রিক্লী ফীহে।)
কাপড় পরিধানের দোয়া
বাংলায়: (আল্হামদু লিল্লাহিল্লাজী কাছানী মা উয়ারী বিহী আওরাতী অ আতাজাম্মাল্লু বিহী ফী হায়া-তী)
খাবার শুরু করার দোয়া
বাংলায়: (বিসমিল্লাহে অ-আলা বারকাতিল্লাহে। )
খাবার শেষ করার দোয়া
বাংলায়: আলহামদু-লিল্লা হিল্লাজী আত্ব আমানা অ- ছাক্কানা অ-জা আলানা মিনাল মুছলেমীন। )
দাওয়াত বা অন্যের ঘরে খাওয়ার পর দোয়া।
বাংলায়: (আল্লাহুম্মা আত্বয়েম মান আত্বআমানী ওয়াছ্ক্কে মান ছাক্কানী।)
ঘর হইতে বাহির হওয়ার দোয়া
বাংলায়: (বিছমিল্লাহে তাওয়াক কালতু আলাল্লাহে।)
যানবাহনে আরোহনের দোয়া।
বাংলায়:(আল্হামদু লিল্লাহে ছোবহা-নাল্লাজী ছাখ্খারা লানা হা-জা অমা কুন্না- লাহু মোক্করেনীন অ ইন্না ইলা রাব্বিনা লামোন -ক্কালেবুনা।)
ঘরে প্রবেশ করিতে সকলকে সালাম করিবে এবং নিচের দোয়া পড়িবে।
বাংলায়: (আল্লাহুম্মা ইন্নী আছ্ -আলুকা মাওলেজে অ খাইরাল মাখরাজে।)
যে কোন কাজ শুরু করিতে পড়তে হবে।
বাংলায়: বিসমিল্লাহির রাহ্মানির রাহীম।
কাহাকেও বিদায় দিতে দোয়া
বাংলায়: (আছতাও দেউল্লা-হা দ্বীনাকা অ আমা-নাতাকা অ- খাওয়া – তীমা আমালিকা।)
ঘুমানোর দোয়া।
বাংলায়: (আল্লাহ্ম্মুা বিছ্মিকা আমূতু অ-আহ্ইয়া।)