যে বিক্রিয়ায় কোন পদার্থের অনেক গুলো ক্ষুদ্র অণু পরপষ্পর যুক্ত হয়ে বৃহৎ অণু গঠন করে সেই বিক্রিয়াকে পলিমারকণ বিক্রিয়া বলে। বিক্রিয়ায় উৎপন্ন বৃহৎ অণুকে পলিমার বলে। আর যেসব কৃত্রিম পলিমার সূর্যের আলো এবং ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজিত হয়, সেসব পলিমারকে বায়োপলিমার বলে।