স্টিল মিল হল একটি কোম্পানি যা হতে পারে পাবলিক অথবা প্রাইভেট । তবে গঠন প্রনালী এক।১৯৯৪ সালের কোম্পানি আইন অনুযায়ী পাবলিক লিমিটেড কোম্পানি গঠন করতে হলে : ধাপ ১ . প্রথমেই নূন্যতম ৭ জন ব্যক্তিকে উদ্যোগ গ্রহন করতে হবে। ধাপ ২ . উদ্যোগ গ্রহনের পর উদ্যোক্তা বা পরিচালকগন স্মারকলিপি এবং পরিমেল নিয়মাবলি নামে দুটি গুরুত্বপূর্ণ দলিল তৈরি করেন।স্মারকলিপিতে কোম্পানির নাম কার্যালয়ের ঠিকানা উদ্দেশ্য মূলধনের পরিমান শেয়ার মালিকদের দায় ও সম্মতি এই ছয়টা বিষয় থাকতে হবে।পরিমেল নিয়মাবলিতে থাকবে অভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত সব বিষয়। ধাপ ৩ . এ পর্যায়ে দলিলপত্র প্রস্তুতের পর নিবন্ধকের অফিস থেকে আবেদনপত্র সংগ্রহ করে নির্ধারিত মূল্যের স্ট্যাম ও ফি এবং যে যে দলিল পত্র চাইবে তা জমা দিতে হবে ।নিবন্ধক যাবতীয় বিষয় দেখে সন্তুষ্ট হলে কোম্পানির নাম তালিকাভুক্ত করবে এবং নিবন্ধন পত্র দিবেন। যদি প্রাইভেট লিমিটেড কোং গঠন করেন তাহলে নিবন্ধন পত্র পাওয়ার সাথে সাথে কার্যক্রম শুরু করতে পারবেন।যদি পাবলিক কোং গঠন করেন তাহলে ধাপ ৪ . কাজ শুরু করার জন্য কার্যারম্বের অনুমতিপত্র নিবন্ধকের কাছ থেকে সংগ্রহ করতে হবে ।তাহলেই আপনার কোম্পানি শুরু করতে পারবেন।