যে সংখ্যা পদ্ধতিতে শুধু দুইটি অঙ্ক বা চিহ্ন [ 0 , 1 ] ব্যবহার করা হয় তাকে বলা হয় বাইনারি সংখ্যা পদ্ধতি।আর কোনো পদ্ধতিতে যে মৌলিক চিহ্ন বা অঙ্কগুলো ব্যবহৃত তার সমষ্টিকে বলে ঐ সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বা Base।এখন বাইনারিতে যেহেতু দুটি অঙ্ক ব্যবহার করা হয় তাই এর বেস হল ২।কম্পিউটারের সকল কাজ এই বাইনারি সংখ্যা অর্থ্যাৎ [ 0 , 1 ]দ্বারা সম্পাদন করা হয় যার ফলে বাইনারিকে কম্পিউটারের ভাষাও বলা হয়।