আপনি আপনার প্রশ্নের উত্তর পাচ্ছেন না, এর দুটি কারণ হতে পারে। ১. আপনার প্রশ্নের উত্তরটি কেউ জানে না ২. আপনার প্রশ্নের উত্তর জানে, এমন কেউ এক্টিভ নেই। এছাড়া এই সাইটে সদস্য সংখ্যা কম হওয়ায়, আপনার প্রশ্নের সঠিক উত্তর জানে, এমন সদস্য সংখ্যা খুবই কম। আশা করি সদস্য সংখ্যা দ্রুত বাড়বে, nirbik.com এর সাথেই থাকুন, একটু বেশি সময় লাগলেও প্রশ্ন মানসম্মত হলে অবশ্যই উত্তর পাবেন।