224 বার প্রদর্শিত
"সাধারণ" বিভাগে করেছেন Level 5

1 উত্তর

+1 টি ভোট
করেছেন Level 5
প্রায় দুইশো বছর ব্রিটিশরা ভারতবর্ষে শাসন করে।এর পর ১৯৪৭ সালে ভারত এবং পাকিস্তান নামের দুটি রাষ্ট্র সৃষ্টি হয়।পাকিস্তানের দইটি অন্চল পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান।পূর্ব পাকিস্তান বর্তমানের এই বাংলাদেশ।পশ্চিম পাকিস্তানের তৎকালিন সরকার মোহাম্মদ আলী জিন্না পূর্ব পাকিসানের উপর শাসন শোষন করে।পূর্ব পাকিস্তারে উপর জোর করে উর্দু ভাষা চাপিয়ে দেয়ার চেষ্টা করে।এর পরিপ্রেক্ষিতে বাংলার করিরা প্রতিবাদ জানায় এবং অনেক কবিকে তারা কারা বন্দিকরে।শুরু হয় বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি ১৯৫২ সালে আন্দোলন এতে শহীদহন সালাম বরক রফিক জব্বার শফিক আরো অনেক।এরপর ১৯৬৬ এর ৬ দফা আন্দোলন।এবং ১৯৬৯ গন অভুথ্যান।১৯৭০ সালে পশচিম এবং পূর্ব দুই পাকিস্তানে নির্বচন শুরু হয়।এতে বঙ্গবন্ধু রাষ্ট্রবিপুল ভোটেজয়লাভ করে।কিন্তু পাকিন্তান সরকার ক্ষমতা হস্তান্তর নাকরে বাংলাদেশের ঊপর যুদ্ধঘোষনা শুরু করে।কালরাত ১৯৭১ সালের ২৬ মার্চ থেকে শুরু করে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বের দিঘ্য ৯মাস যুদ্ধ করে।লক্ষ লক্ষ ছাত্র জনতা কৃষক শ্রমিক দিনমজুর।এবং প্রায় ৩ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে।আমরা পাই একটি স্বাধীন সার্বভমরাষ্ট্র বর্তমানের এই বাংলাদেশ।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

1 উত্তর
28 অক্টোবর 2018 "সাধারণ" বিভাগে জিজ্ঞাসা করেছেন Asif Shadat Level 7
1 উত্তর
1 উত্তর
18 ফেব্রুয়ারি 2020 "পড়াশোনা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Nazmul hasan Level 7
0 টি উত্তর
নির্বিক এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারবেন এবং পাশাপাশি অন্য কারো প্রশ্নের উত্তর জানা থাকলে তাদের উত্তর দিয়ে সহযোগিতা করতে পারবেন।
...