ইংরেজিতে পারদর্শী হতে হলে আপনাকে প্রথমেই গ্রামারটিকেল সব বিষয় ভালো করে বোঝতে হবে আপনি যদি গ্রামার শুধু মুখস্ত করেন তাহলে আপনি জীবনেও ইংরেজি ভালো পারবেন না এর জন্যে আপনাকে বাজারের সেরা একটা গাইট বাচাই করতে হবে আসল কথা হল আপনাকে একজন অত্যন্ত ভালো ইংরেজি টির্চার এর সন্ধান করতে হবে।যারা ইংরেজি শিখায় তাদের কাছে গেলে হবে না যারা ইংরেজি ভালো বোঝায় তাদের কাছে যেতে হবে।তবে দুখেঃর কথা হল বাংলার মাটিতে ১০০ জনে ১০ জন পাওয়া যায় যারা ইংরেজি বোঝায় ।তবে ইংরেজি জানতে নিজের আগ্রহটাই উত্তম।আমাদের নেত্রকোনায় অনেক অনেক ইংরেজি শিক্ষক আছে যারা ভালো করে Parts of Speech গুলেই বোঝে না মানে একটা বাক্যে যে যে Parts of Speech গুলো ব্যবহার করা হয়েছে তাও বলতে পারে না ।তারা গাইট দেখে ছাত্রদের ইংরেজি গ্রামার শিখায় তবে কিভাবে তারা বিষয়টা সহজেই বোঝতে পারবে কিভাবে একটি বাক্য দেখে এটা কিভাবে হল কেন এমন হল অন্যভাবে লেখলে হতো না এটি খুটতে উৎসাহিত করে না ।