198 বার প্রদর্শিত
"স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে করেছেন Level 8

1 উত্তর

+2 টি ভোট
করেছেন Level 8
ধূমপান স্বাস্থের জন্য ক্ষতিকর। ধূমপান মৃত্যুর কারণ, ধূূমপান ক্যান্সারের কারণ । এগুলো সিগারেটের প্যাকেটে লিখা থাকে তবুও আমরা সিগারেট টানছি নিয়মিত। অ্যামেরিকান স্বাস্থ্য সংস্থার মতে ১ বছরে একজন ব্যক্তির ৫০০০ সিগারেট পান করে। হিসেব করে দেখুন কত টাকা চলে যায়!। বিনিময়ে পাচ্ছি নানা রোগ । এগুলো আমরা সবাই বুঝি কিন্তু কেও ছাড়ছিনা। অনেকে ছাড়ার চেষ্টা করছেন কিন্তু সফল হচ্ছেন না। তাদের জন্য নিয়ে আসলাম ৮ টি কার্যকারি পদ্ধতি। যা আপনাকে সিগারেট ছাড়তে সহযোগিতা করবে।

১। দিন তারিখ নির্ধারন করেন।

সিগারেট ছাড়ার জন্য আগে পরিকল্পনা করুন, তারপর একটা দিন ঠিক করে সকল সিগারেট ছুড়ে ফেলুন। নিজের সাথে প্রতিজ্ঞা করুন এই দিন থেকে আর সিগারেট খাবেন না। বিশ্বাস রাখুন আপনি পারবেন।।

২। শাক- সবজি ও ফল খান বেশি করে।

গবেষণায় দেখা যায় যারা দিনে ৩-৪ বার শাক সবজি খায় তাদের চেয়ে যারা ২ বারের কম খায় তাদের সিগারেট ছাড়া কঠিন । আর কম কযলরি যুক্ত খাবার যেমন মদ, কফি খাওয়া কমিয়ে দিন। তাই দিনে অধিক পরিমান শাক সবজি খান। এবং প্রতিজ্ঞার কথা মাথায় রাখুন আপনি সিগারেট ছাড়তে পারবেন সহজে।

৩। একা না থাকার চেষ্টা করুন।

আপনি যখন অধিক পরিমাণে ক্ষুধার্ত, ক্রুদ্ধ, ক্লান্ত বা একাকী অনুভব করেন সাধারণত তখনি আপনি ধূমপানের প্রতি বেশি আকৃষ্ট হয়ে পড়েন। তাই এমন পরিস্থিতি এড়িয়ে চলার চেষ্টা করুন।আপনি ধূমপান ছেড়ে দেওয়ার জন্য উপযুক্ত পরিবেশে নিশ্চিত করুন।

৪। কয়েক মাসের জন্য অ্যালকোহল ও কফিকে না বলুন

অ্যালকোহল এবং কফি সিগারেটের প্রতি ঝোঁক বারিয়ে দেয় তাই মনস্থির করার পর কয়েক মাস কফি এবং অ্যালকোহল থেকে দূরে থাকুন।।

৫।খোলা বাতাসে ঘোরাঘুরি করুন।সিগারেট টানে শরীরে সাময়িক ভালো লাগা তৈরি হতে পারে। মুক্ত বাতাসে ঘোরাঘুরি করে সে জায়গাটা পূরণ করা যায়। আপনি যখন খোলা বাতাসে ঘোরাঘুরি করবেন তখন আপনার ফুসফুস ভালোভাবে কাজ করবে। মস্তিষ্ক চাপ থেকে মুক্তি পাবে। ফলে শরীরে ভালো লাগা তৈরি হবে।

৬। স্বাস্থ্যসম্মত বিকল্প।

অনেকে সিগারেটের বিকল্প হিসেবে চকলেট খাওয়া আরম্ভ করে। তবে এটি কখনোই স্বাস্থ্যসম্মত নয়। আবার অনেকে পানি খাওয়ার পরামর্শ দিয়েছেন। তবে সিগারেটের বিকল্প হিসেবে চুইংগাম বা অ্যাপেল খাওয়ার অভ্যাস গড়ে তোলা যেতে পারেন।

৭। ধূমপানে আসক্ত পরিবেশ বর্জন করুন, ব্যস্ত থাকার চেষ্টা করুন।

ধূমপান করে না এমন বন্ধুদের সঙ্গে মিশুন: ধূমপান ছাড়ার অন্যতম উপায় হচ্ছে যেসব বন্ধুরা ধূমপানে অভ্যস্ত না তাদের সঙ্গে চলাফেরা করা। প্রয়োজনে ধূমপান পছন্দ করেন না- এমন নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলুন। তার চাওয়া পাওয়াকে প্রাধান্য দিন।সব সময় বিজি থাকুন। ঘুরতে যান। ছবি তুলুন। এ কাজ গুলো আপনাকে ধূমপান ছাড়তে সাহায্য করবে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

11 টি উত্তর
18 সেপ্টেম্বর 2018 "মতামত" বিভাগে জিজ্ঞাসা করেছেন Younus Matubber Level 8
0 টি উত্তর
14 ফেব্রুয়ারি 2019 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Asif Shadat Level 7
1 উত্তর
13 জুন 2018 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন molla Level 5
1 উত্তর
21 ফেব্রুয়ারি 2018 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Md tushar Level 6
2 টি উত্তর
21 ফেব্রুয়ারি 2018 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন Md tushar Level 6
3 টি উত্তর
28 সেপ্টেম্বর 2018 "স্বাস্থ্য ও চিকিৎসা" বিভাগে জিজ্ঞাসা করেছেন ebrahim Level 7
নির্বিক এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি আপনার প্রশ্ন করে উত্তর জেনে নিতে পারবেন এবং পাশাপাশি অন্য কারো প্রশ্নের উত্তর জানা থাকলে তাদের উত্তর দিয়ে সহযোগিতা করতে পারবেন।
...