Gate এ সাপ্লাই ছাড়া কোন SCR এর স্টেট পরিবর্তন করতে কিছু সময়ের প্রয়োজন হয়।যদি ট্রিগারিং সিগন্যাল (ভোল্টেজ বা কারেন্ট) SCR এর গেটে প্রয়োগ করা হয় তখন এটা অফ স্টেট থেকে অন স্টেটে পরিবর্তিত হয়।একে টার্ন অন টাইম বলা হয়।আর এই টার্ন অন টাইমে SCR এর মধ্য দিয়ে যে কারেন্ট প্রবাহিত হয় তাকে ল্যাচিং কারেন্ট বলে।