SCR যার অর্থ হলো Silicon Control Rectitier.এটি একটি ইলেক্ট্রোনিক্স ডিভাইস।এটা মূলত চার স্তর,তিন টার্মিনাল এবং তিন জাংশন বিশিষ্ট PNPN সেমিকন্ডাক্টর সুইচিং ডিভাইস।একটি ট্রানজিস্টরের জাংশন এর সাথে অপর একটি PN জাংশন যুক্ত করলে যে তিন জাংশন বিশিষ্ট ইলেক্ট্রোনিক ডিভাইস উৎপন্ন হয় তাকে SCR বলে।এটা মূলত সুইচিং করার কাজেই বেশি ব্যবহার করা হয়।