আমি কালো টাকার বর্ননা দিলে বলব যে টাকা অসৎ উপায়ে উপার্জন করা হয় তাকে । যে টাকা কোন সরকারি চাকরিজীবি , কোন ব্যবসায়ী বা যে কোন সাধারণ ব্যক্তিই হোক অসৎ উপায়ে অর্জনের কারনে মূলত আয়করে দেথাতে চায় না।কারন তিনি ধরা খেয়ে যাবেন সরকারের কাছে ।তারা এই টাকায় নিজের নামে ব্যাংক একাউন্ট না খুলে ভাই , ছেলে , বাতিজা , এমনকি বাড়ির চাকরের নামেও টাকা জমা রাখতে দেখা যায়।কেননা তিনি যদি নিজের নামে একাউন্ট খুলে এই টাকা জমা রাখতে চায় তাহলে প্রথমেই ধরা পড়বে ব্যাংক কর্মকর্তাদের কাছে।কারন তারা অবশ্যই এই ব্যক্তির ব্যক্তিগত সকল দলীল সংগ্রহ করে থাকে আর অবশ্যই তার পেশা বা আয় যাচাই করে নেয়।আপনি যদি কালো টাকা ব্যাংকে রাখতে চান তাহলে আপনি ১০০ % ধরা পড়ার আশংকা রাখতে পারেন ।