সিসি (যা কিউবিক সেন্টিমিটার নির্দেশ করে) বলতে মোটর বাইকের ইঞ্জিনের সাইজ বোঝায় । তাত্ত্বিকভাবে, যে মোটর বাইকের সিসি যত বেশি, তার ইঞ্জিনের সাইজ তত বড় এবং তা তত দ্রুত চলে। ১০০cc এর থেকে ১৫০cc বেশি দ্রুত চলবে আবার ১৫০cc এর তুলনায় ১৬০cc বেশি দ্রুত চলবে। অর্থাৎ গাড়ির cc যত বেশি হবে গাড়ি তত বেশি দ্রুত চলবে।