দাদ রোগের জন্য সবচেয়ে উপকারি হল Pevisone.আপনি উক্ত স্থান সব সময় পরিস্কার রাখবেন। এবং ঢিলে ঢালা হালকা জাতিয় পোষাক পরবেন। যাতে করে উক্ত স্থানে ঘামের ফলে ইস্ট,ব্যাকটেরিয়া জাতিয় জীবানুর জন্ম বা সৃষ্টি না হতে পারে। আর প্রতিদিন উক্ত স্থান পরিষ্কার করে Pevisone (মূল্য: ৫০-৫৫টাকা, ঔষধের দোকানে কিংবা ঔষধ ফার্মেসিতে পাওয়া যাবে।) ব্যাবহার করুন। এটি নিয়মিত ব্যাবহারে আপনি উপকার পাবেন। ব্যাবহার বিধি ঔষধের সাথে কাগজেই লেখা আছে উক্ত নিয়মে ব্যবহার করবেন।