রোজা ভঙ্গের কারণসমুহ:
* রোজা রেখে ইচ্ছাকৃত ভাবে মুখ ভরে বমি করলে।
* অনিচ্ছাকৃত ভাবে মুখ ভরে বমি হওয়ার পর ইচ্ছাকৃত ভাবে অল্প বা বেশি বমি গিলে নিলে।
* আগরবাতি, কয়েল ইত্যাদির ধোয়া ইচ্ছাকৃত ভাবে নাকে প্রবেশ করালে।
* কুলি করতে গিয়ে অনইচ্ছাকৃত ভাবে পানি গিলে ফেল্লে রোজা ভেঙ্গে যায়।
* এমন বস্তু গিলে ফেলা যা সাধারণত খাওয়া হয় না। যেমন পাথর, কাগজ, মাটি (যে মাটি খেতে অভ্যস্ত নয়), গাছের যে পাতা খাওয়া হয় না, ঘাস ইত্যাদি।
* ভুলে পানাহারের পর রোজা ভেঙে গেছে মনে করে ইচ্ছাকৃত ভাবে পানাহার বা স্ত্রী সহবাস করলে।
* সুবেহ সাদিকের পর সময় আছে ভেবে পানাহার করলে।
* মাড়ি-দাঁত থেকে বের হওয়া রক্ত থুথুর সঙ্গে গিলে ফেলার পর গলায় রক্তের স্বাদ অনুভূত হইলে।
*রোজা রেখে মুখে পান বা খানা নিয়ে ঘুমিয়ে পড়লে এবং এ অবস্থায় সুবেহ সাদিক হয়ে গেলে।
* হস্তমৈথুন বা স্বেচ্ছায় কোনো কিছুর সাহায্যে উত্তেজনার সঙ্গে বীর্য বের করলে।
* ইফতারির সময় হয়নি, কিন্তু সূর্যাস্ত হয়ে গেছে মনে করে ইফতারি করলে।
* স্ত্রী বা কোনো নারীকে স্পর্শ করার কারণে বীর্যপাত ঘটলে রোজা ভেঙ্গে যায়।
* জোরপূর্বক রোজা ভাঙতে বাধ্য করা।