পৃথীবী থেকে সূর্যের দূরত্ব 15,00,00,000 কি.মি। আলো প্রতি সেকেন্ডে 3,00,000 কি.মি. বেগে চলে। তাই সূর্য হতে পৃথিবীতে আলো পৌছাতে সময় লাগে 8 মিনিট 30 সেকেন্ড। এটি আমরা পাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব ও আলো 1 সেকেন্ডের গতি দিয়ে ভাগ করে।। (সূত্র: 5 শ্রেণির বই।)